NSQF Level-3



Level-3
Question of class-XI (NSQF Level-3)- 2018
Class-XI
Subject- IT/ITES
--------------------------------------------------
1. বিকল্প উত্তারগুলির মধ্যে থেকে সঠিক উত্তারটি বেছে নিয়ে লেখোঃ  1X10=10

A) Read the manual ------------ follow the instruction
i) but    ii) and  iii) so   iv) because

b) নিম্নলিখিত কোনটি একটি অরেজিস্ট্রিকৃত ট্রেডমার্ক, যা পণ্য সামগ্রির ব্রান্ড হিসাবে প্রচারের কাজে ব্যবহৃত হয়?
i) SM               ii) RM  iii) TM iv) FM

c)ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারে, স্প্লিট সেল (Split Cell) অপশনটি যে ট্যাবের অন্তর্গত তা হল-
i) Insert            ii) Format        iii) Layout       iv) View

d) প্রেজেনটেশেন সফটওয়ারে হেডার ফুটার (Header and Footer) অপশনটি নিম্নলিখিত যে ট্যাব থেকে পাওয়া যায়, তা হল-
i) Home           ii) Insert           iii) Design        iv) Animation

e) অতি গুরুত্বপূর্ণ ম্যাসেজের চিহ্নিতকরণ করা হয় যে চিহ্ন দ্বারা, তা হল-
i) লাল বিস্ময়বোধক চিহ্ন (!)      ii) সবুজ  কমা চিহ্ন (,)   iii) ক্মল তির চিহ্ন (-->) iv) নীল সেমিকলন চিহ্ন (;)

f) স্প্রেডশিট সফটওয়ারে ক্লিপআর্ট (Clip Art) যুক্ত করা যায়, নিম্নলিখিত গ্রূপ থেকেঃ
i) Table            ii) Illustration  iii) Charts        iv) Links

g) (c) চিহ্নটি নিম্নলিখিত কিসের প্রতীক বলে বিবেচিত হয়?
i) ট্রেডমার্ক      ii) কপিরাইটভুক্ত করা    iii) প্লাগিয়ারিজিম        iv) মেধা সম্পতি

h) )ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারে ক্রপ (Crop) অপশনটি পাওয়া যায় নিম্নলিখিত ট্যাব থেকেঃ
i) Format         ii) Insert           iii) View          iv) Page Layout

i) প্রেজেনটেশেন সফটওয়ারে আগে থেকেই সৃষ্ট ডিজাইন টেম্পলেটগুলো দেখতে গেলে বিম্নলিখিত যে ত্যাবে যেতে হবে, তা হল-
i) File   ii) View           iii) Slide Show            iv) Animation

j) স্প্রেডশিট সফটওয়ারে যে ট্যাব থেকে বিভিন্ন সেপ্স জুক্ত করা হয়, তা হলঃ
i) Insert           ii) data iii) View          iv) Formulas

2.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তার একটি বাক্যে দাও                     1X5=5
a) যে কোন একটি কপিরাইট লঙ্ঘনের উদাহ্রন দাও
b) ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারে কোন তেবিলে ডিজাইন প্রয়োগের ক্ষেত্রে কোন ত্যাব কোন গ্রূপ ব্যবহার করা হয়?
c) স্প্রেডশিট সফটওয়ারে ব্যবহৃত ম্যাক্রো (Macro) কোন ট্যাবের অন্তর্গত?
d) প্রেজেনটেশেন সফটওয়ারে ব্যবহৃত যে কোনও একটি ইমেজ ফরম্যাটের নাম লেখ।
e) স্প্যাম (Spam) ব্লতে কি বোঝো?


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তার দাও                                                5X3=15
a)   ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারের একটি ডকুমেন্টে ওয়াটারমার্ক যুক্ত করার পদ্ধতি লেখো তেবিলের অন্তর্বর্তী ডেটাগুলোকে Sort করার জন্য কোন ত্যব কোন গ্রূপে যেতে হয়? Create Link ( টেক্সট ফ্লো নিয়ন্ত্রণের ক্ষেত্রে) অপশনটি কোন ত্যাব থেকে পাওয়া যায়?                                2+2+1

b) স্প্রেডশিট সফটওয়ারে গোলসিক (Goal Seek) করার পদ্ধতি লেখো। ওয়ার্কশিটে যুক্ত কোনও ক্লিপআর্ট বা পিকচারে প্রদত্ত যে কোনও একটি পিকচার এফেক্টের নাম লেখো। VLOOKUP ফাংশানের সিনট্যাক্স লেখো। কোন ক্ষেতে IP Function ব্যবহৃত হয়?                                                         2+1+1+1

c) প্রেজেনটেশেন সফটওয়ারে ব্যবহৃত হ্যান্ডআউট মাস্টার ব্লতে কি বোঝো? কিভাবে কোনও প্রেজেনটেশেনে বিভিন্ন থিম ব্যবহার করা যায়? কি পদ্ধতিতে কোনও প্রেজেনটেশেনকে ইমেগ হিসাবে সেভ করা যায়?                    1+2+2

অথবা

-মেল ম্যাসেজিং সফটওয়ারে ব্যবহৃত যে কোনও দুটি ফিল্টারের ধরনের নাম লেখ -মেল ম্যাসেজিং সফটওয়ার ব্যবহৃত ক্যালেন্ডারে কাজের দিন সময় পরিবর্তনের পদ্ধতি লেখো। ম্যাসেজের ডিলে ডেলিভারি (Delay Delivery) অপশন কেন ব্যবহৃত হয়?                         2+2+1



  --------X--------


Question of class-XI (NSQF Level-3)- 2017

Level-3 (IT/ITES)
Full Marks-30                                Time- 1hr 30 Minutes
--------------------------------------------------
1.      সঠিক উত্তরটি বেছে নাও-                                                                                      10x1=10
a.      The microwave oven should be opened ________ pressing this button.
i) Through                    ii) On               iii) by                            iv) to

b.      স্রস্টার অনুমতি ছাড়া কোন তথ্য নকল, প্রতিরুপ বা বণ্টন করাকে বলে-
i)   লিবেরালিজম                 ii)  এনেব্লিজম      iii)প্লাগিয়ারিজম   iv. অথারিজম

c.      Word Processing software-, document-এর table- নতুন রো বা কলম যুক্ত করতে নিম্নলিখিত যে ট্যাবে যেতে হয়, তা হল-
i)   View                     ii) Layout                     iii) Home                      iv. Mailing

d.      Presentation Software- থিমস(Themes) গ্রুপ পাওয়া যায় যে ট্যাব থেকে, তা হল-
i)   Design                  ii) Animation    iii) View                        iv. Slide Show

e.      Email messaging software- message বেছে নেবার জন্য ব্যবহৃত হয়-
i)   ওয়ান এবং মেনি ক্রাইটেরিয়া              ii.  সিঙ্গল এবং মাল্টিপল ক্রাইটেরিয়া
iii)মনও এবং পলি ক্রাইটেরিয়া                    iv. সিঙ্গল এবং ভেরিয়েবল ক্রাইটেরিয়া       

f.       Spread Sheet- ব্যবহৃত একটি logical function হল-
i)   =sum()                  ii) =left()                       iii) =if()             iv. =int()

g.      http://deity.gov.in/ এখান থেকে যে তথ্য জানা যায় তা-
i)   ভারতের জমি সংক্রান্ত আইন সম্পর্কিত
ii)   ভারতের শিক্ষার আইন সম্পর্কিত        
iii)  ভারতের সাইবার আইন সম্পর্কিত       
iv)  ভারতের কৃষি আইন সম্পর্কিত

h.      ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারে বুলেট সংখ্যা তালিকা (Bullet and Number list) যে ট্যাব থেকে পাওয়া যায়, তা হল-
i)   Home                   ii) View                        iii) Layout                     iv. Page Layout

i.       Email messaging software- RTF কথাটির পূর্ণরুপ হল-
i)   Rule Topic Format                                   ii) Rich Text Format   
iii) Rich Topic Format                                    iv) Rule Text Format

j.       Spreadsheet software- একাধিক অবজেটকে গ্রুপ করতে হলে ব্যবহৃত হয়-
i)   Home ট্যাব                 ii) View ট্যাব     iii)Format ট্যাব       iv. Data ট্যাব   

2.   এক কথাই উত্তার দাও                                                                                 5x1=5
a)    মেধাস্মপ্তি কি?
b)    ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কোন ছবিকে কমপ্রেস করার ক্ষেত্রে, কোন ট্যাব এবং কোন গ্রুপে যেতে হবে?
c)    যে কোন একটি সাইবার ক্রাইমের উদাহরণ দাও
d)    প্রেজেন্টেশান সফটওয়্যারে নোটস মাস্টার কোন ট্যাবের অন্তর্গত?
e)    Spread Sheetএর কোন Clip Art Picture- স্পেশাল এফেক্ট দিতে হলে কোন ট্যাব কোন গ্রুপ ব্যবহার করা হয়?

3.  নীচের প্রশ্নগুলির উত্তর দাও( যে কোন 3 টি):-                                                   3X5=15
a)   Word processing softwareএর একটি Document স্ক্রিনশট যুক্ত করার পদ্ধতি লেখো।Document একটি Word Art যুক্ত করতে হলে কোণ ট্যাব ব্যবহৃত হবে? “ড্র টেকসবক্স অপশনটি কোণ ট্যাব থেকে পাওয়া যায়? যে কোণ একটি স্মার্ট আর্ট ক্যাটেগরির ণাম লেখো।                                 2+1+1+1=5

b)  Email messaging software চারটি জাঙ্ক (Junk) ফিচারের নাম লেখো। অফিস নোটিফিকেশানের (Office Notification) বাইরে Out of Office Notification বলতে কি বোঝো?   4+1=5

c)  Spread Sheet ব্যবহৃত লুকআপ ফাংশন কেন ব্যবহৃত হয়? লুক আপ ফাংশন কয় প্রকার কি কি? Spread Sheet Themes অপশনটি কোন ট্যাবের অন্তর্গত?                             1+1+2+1=5

d)  Email messaging software রীড রিসিপ্ট (Read Receipt) ফিচার কেন ব্যবহৃত হয়? মেসেজের সংবেদনশীলতা বা Sensitivity অপশনের যে কোণ দুটি মাত্রার নাম লেখো। কি ভাবে প্রাপকের -মেলে তুমি কোন রেফারেন্স লিঙ্ক  (Hyperlink) পাঠাবে?                                           1+2+2=5

No comments:

Post a Comment